Sunday, August 10, 2014




ভাবতাম একদিন কবি হব।
কি লিখব ভাবিনি।
শুধু জানতাম,
যে কবি হব।
আয়নার সামনে স্পিচ প্রাকটিস,
আর রান্ডম কিছু শব্দ নিয়ে আতলামি,
এই ছিল আমার কবি হবার হাতেখড়ি।
আজ যখন পাচটা শব্দ একসাথে জুড়তে পারিনা,
গড়তে  পারিনা সেই planned জীবন,
খালি মনে হয় সে সব ই ছিল ছেলেমানুষী।
তবুও তো ছিল কিছু
সম্ভব অসম্ভব স্বপ্ন।
আজ স্বপ্ন দেখতেও ভয় লাগে,
বা,
স্বপ্ন দেখার স্বাধীনতা ই বা কোথায়?
আজ তাই ভাবতে দ্বিধা হয়,
যে একদিন কবি হব।

- অভিষিক্তা

2 comments:

amrita said...

To me you are a poet still...and anyone who can string their thoughts so lucidly is a poet to me....and your thoughts( poems) are as beautiful as you !

Abhishikta said...

you are the kindest :)
thank you!