রাত তবে কটা হোলো ?
ঘুম আসেনা বহুদিন |
স্বপ্ন পরীর ডাক পড়েছে
চোকাতে হবে বহু ঋণ |
ঘুম আসেনা বহুদিন |
মনে পরে সেই ছোট্ট বেলায়
বাবা বলতো গল্প কথা,
কোনটা গল্প, কোনটা কথা,
কোনটা নেহাত মাথার ব্যাথা |
তখন কি আর ভাবতে হতো
সোজা - ব্যাকা - সহজ - কঠিন ?
আজকাল তাই রাত বেরাতে
ঘুম আসেনা বহুদিন |
আচ্ছা শোনাই আরেক গপ্পো
বড়ো তখন আমি অল্প স্বল্প
বালিশটাকে মুখে চেপে
ফোন এ বুনতাম আগাম কাব্য |
হবে একটা আকাশি বাড়ি, হলুদ পর্দা, সাদা দেয়াল,
সঙ্গে হবে Alsatian , কয়েকটা ছবি, একটা গিটার |
জানলা পারে খোলা আকাশ ,
দুটো মানুষ, অনেক খেয়াল |
এসব কিন্তু বহুদিনের কথা
স্মৃতির পাতায় একটু মলিন |
তবুও হয়তো এসব ভেবেই
ঘুম আসেনা বহুদিন |
তবে কি সবটাই ফেলা ?
এতটা জীবন, শিক্ষা, অভিজ্ঞতা?
না না, তা হয় নাকি?
এসব খালি রাতের আড়ালে
একটু ন্যাকামি
একটু দুঃখবিলাসিতা |
ওই দেখো, সূর্য ওঠে ,
শুরু করো কাজ, হও প্রেমে লীন |
আমি? আমি কাল আবার আসবো,
শোনাতে নালিশ, নিদ্রা বিহীন |
ভোর তবে কটা হোলো?
ঘুম আসেনা বহুদিন
- অভিষিক্তা
No comments:
Post a Comment