Monday, August 29, 2016




আজ ও কিন্তু আমার কোলে,
বিকেল হাওয়ায় প্রেম নাচে ।
আজ ও কিন্তু আমার গানে ,
বাউল-রক একতারে বাজে ।

    কিসের খোঁজে ফেলে গেলি ?
    যশ? খ্যাতি?  সুন্দরতা? নাম? 
    ভাবলি আমার কাছে থেকে 
    দুনিয়া দেবেনা তোর প্রাপ্য দাম?  

তবে কি তুই সুখে আছিস?
নেশায়, ঘুমে যে আজ বাঁচিস ।
আজ ও কিন্তু আমার রবিবার,
ভাত-ঘুম আর লুচি জলখাবার ।

    আমার কথা মনে পরে রে?
    সকাল? সন্ধে? দিবা, আট প্রহর?
    তোকে ভালোবেসে, আজ ও চিঠি ভেজে, 
    ইতি,
    তোর প্রথম শহর । 

4 comments:

Unknown said...

Shadhu Shadhu !!!

amrita said...

Airports are cold places - but this time is surreal...Loved the poem and ay you come back soon.

Abhishikta said...

Dhanyavaad:)

Abhishikta said...

Can't wait to be back someday, soon :)