Tuesday, May 5, 2015

Bleh

আজ রুবি তে দাড়িয়ে যখন অটোর লাইন এ, আকাশে তখন প্রচুর মেঘ. Blame it on my foolish obsession  কিন্তু আজকাল, এবং হয়ত বরাবর ই মেঘ reminds me of you. যাই হোক, সেটা বক্তব্য না, বক্তব্য হলো আমার for the nth time এই realisation যে কলকাতার মত শহর হয়না।আজ যখন ঘন কালো মেঘ একদিকে আর অন্যদিকে রাশি রাশি মানুষের ভীর, ঘাম ঝরিয়ে, ভুরু কুচকিয়ে বাড়ি ফিরছিল, একবারের জন্য ও কিন্তু আমার ঘেন্না হলনা. আমার ভেবে অবাক লাগে যে এখনো একটা majority of people exist করে, যারা এই শহরের বুকে প্রথম বড় হবার ভাব, প্রথম আলিঙ্গন, প্রথম চুম্বন, প্রথম একা ঘুরতে যাওয়া, প্রথম মারামারি and the low profiled likes উপভোগ করে দিব্বি বাইরে গিয়ে শহর and বাঙালি দের খিল্লি করে. দোস হয়ত সত্যি তাদের না. The flairs and flukes of newfound freedom. আসলে আমি এই শহরেই বরাবর. বড়লোক শাশুড়ি দেখে গরীব মা কে ভোলার concept টা এখনো জটিল আমার কাছে. মাঝে মাঝে প্রেম বা অত্যাধিক পুর্কি overdose এ চেয়ে ফেলি বাইরে যেতে, থেকে আসতে কিছুদিনের জন্য, কিন্তু ওই আর কি.

আজ শহর টা এতই  সুন্দর লাগছিল জ I was almost sure  আজ দেখলে হয়ত you would have appreciated it as well. কতদিন পর এত্ত বাংলা লিখলাম. জানি পড়তে কষ্ট হবে তাই হয়ত, যদি পরার ইচ্ছে থাকে আর কি. নাহলেই বা কি আর. পাশে দেখলাম দুজন ট্রাফিক পুলিশ কে জিগেস করছে KFC টা কোথায়. আমি তখনও থানার অটোর লাইন এ দাড়িয়েই নিজের ফেলে আসা দিনগুলো খুজছি. ওপারে যদিও ভীর এ স্বাভাবিক বাঙালি চেহারার প্রচুর মানুষের মধ্যে একটাও tall structure ছিলনা. কিছুটা হেসেই নিলাম. কানে তখনও সেই কলেজ ফার্স্ট year এর hot favourite গান, "তোমায় দিলাম আজ” বাজছে. Sir শুনিয়েছিল গানটা, আজ সেও কতদূর. হয়ত I would actually be the one who বিদেশে বসে sophisticated smile দিয়ে boomark করা "বাড়ি কোথায়" গান টাও post করবো কয়েক বছরেই খুশি খুশি. বরাবর এ আমি বেশ hypocrite.

হয়ত শহর ছাড়াই আমার জন্য ঠিক হবে কিন্তু আজ one had to be there with the song and the scene to understand why this shit I write away to glory. গঙ্গার ধার না, হাওরা ব্রিজ না, রসগোল্লা না, সেই চির পাতি রুবি তেও যখন হালকা কালবৈশাখী আসে, আমি এরম উন্মাদ এর মত baseless কথা বলতে থাকি. সাধেই কি আর সয্য করতে পারলেনা my idiosyncrasies. যাই হোক সেইসব ফাউ কথা বলে নাহয় আর বিরক্ত করলাম না. আর এ শহর কে বলি, কাল যদি চলে ও যাই, কারণ যেতে তো হবেই কিছু করার নেই, এখানে সারা জীবন থাকার ভাগ্য এই প্রজন্মের কেউ করে আসেনি. Plus you really find the city in the people. I had two such ‘people’ who made the city THE city. And hence এখন কলকাতা কে half heartedly feel করতে পারি. বাকি half টা অন্য কোনদিন হয়ত ঘুরতে আসব যখন খুশি হয়ে পারব feel করতে. বা হয়ত কোনদিন ই the half and half won’t make a whole. তবুও যদি কোনদিন লেখিকা হতে পারি, লিখব তোমার বেপারে শহর, কিছু অবশ্যই. নিশ্চই.  


হঠাত এসে এক বর্ণ ও বুঝতে না পারলে নিজেকে সুস্থ মস্তিষ্কের মনে করবেন.


4 comments:

amrita said...

I love Kolkata - despite everything :)
And it is always better to explore when young- Kolkata is for the middle ages -to come back to the familiarity and friends. But then again I know a whole lot of people who do not want to... Love Suman's ei shohor too :)
And poignant post - but I wish you will be happy soon !

Abhishikta said...

Yes. Exploring and coming back to the city all grey and old has always been the dream. Just that coming back would be tough once we leave. But then I might just love some other city just as much. Who knows

amrita said...

https://www.youtube.com/watch?v=c7Rpfu-YYKQ

Abhishikta said...

Suman and this song and THE song ;) :')