খেলাঘর
যা সকল কে বাধতে বারণ করতাম?
নাকি যা অজান্তেই নিজে বেধে ফেলেছি|
স্বপ্নে কি দেখেছিলাম এক কোটির বাড়ি?
সারি সারি গাড়ি?
তাতো না|
খেলাঘরে ছিল আমার দুটি প্রানের সুখ|
চাইনি লুকোচুরি,
চাইনি ব্যতিক্রমী জীবন,
তবুও হয়ত খুব বেশি ই চেয়েছিলাম
তোমার কাছে|
আর
ঁতোমার কাছে|
তাই খেলাঘর ছিন্নপ্রায়|
আর এক অন্ধকার সূর্যোদয়
No comments:
Post a Comment